ক্যালিফোর্নিয়া, ৭ অগাস্ট : বিশ্বকাপ শুরু হতে বাকি ৫৯ দিন। তবে জোরকদমে বিশ্বকাপের প্রচার শুরু করে দিয়েছে আইসিসি। এমনই এক প্রচার অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি হাতে হাসিমুখে দেখা গেল রোহিত শর্মাকে। আসন্ন বিশ্বকাপ নিয়ে মুখও খুললেন ভারত অধিনায়ক।
এই মুহূর্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন রোহিত। আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, এত কাছ থেকে এই ট্রফিটা আগে কখনও দেখিনি। ২০১১ সালে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। কিন্তু আমি সেবার দলে ছিলাম না। তাই এই সুন্দর ট্রফির সঙ্গে ছবি তোলার মুহূর্তটা অসাধারণ ছিল। আশা করি, দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে আবার এই ট্রফি মুঠোয় নিতে পারব।
আরও পড়ুন-ব্রহ্মাণ্ড বিস্ময়
১২ বছর হয়ে গেল বিশ্বকাপ জিততে পারেনি ভারত। তার উপর দেশের মাটিতে টুর্নামেন্ট। তাই প্রত্যাশার প্রবল চাপ সামলাতে হবে ভারতীয় ক্রিকেটারদের। রোহিত অবশ্য বলছেন, ১২ বছর পর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর বসছে। তাই প্রত্যাশা থাকা স্বাভাবিক। তবে এটা আমাদের কাছে কোনও চাপ নয়। কারণ আমরা বিশ্বের যে মাঠেই খেলি না কেন, প্রবল সমর্থন পাই। এই সমর্থন আমাদের চাপে ফেলে না বরং সাফল্য পেতে প্রেরণা জোগায়।
আরও পড়ুন-আতশবাজি বিক্রেতাদের স্বার্থরক্ষায় পদক্ষেপ রাজ্যের
রোহিত আরও বলেন, ২০০৩ বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে ফাইনালে উঠেছিল। সেবার ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন শচীন তেন্ডুলকর। প্রচুর রান করেছিলেন। কিন্তু ২০০৭ বিশ্বকাপে আমরা ভাল খেলতে পারিনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। আবার ২০১১ সালে দেশের মাটিতে আমরা কাপ জিতেছিলাম। আমি দলে না থাকলেও, টিভিতে ভারতের সব ক’টা ম্যাচ দেখেছিলাম। একটা বলও মিস করিনি। কাপ জেতার পর গোটা দেশ যেভাবে উৎসবে মেতে উঠেছিল, তা আজও ভুলিনি।
আরও পড়ুন-দিল্লি বিল পাশ হলেও রাজ্যসভায় আপত্তির যুক্তি তুলে ধরল ইন্ডিয়া
তিনি নিজে দুটো একদিনের বিশ্বকাপ খেলেছেন। রোহিতের বক্তব্য, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলে আমি ছিলাম। দুর্ভাগ্য, দু’বারই সেমিফাইনালে উঠেও হেরে যাই। অথচ দু’টি আসরেই আমরা খুব ভাল ক্রিকেট উপহার দিয়েছিলাম।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…