পারথ: রোহিত শর্মার ঠান্ডা মাথার নেতৃত্ব ভারতীয় দলকে আরও জমাট করেছে। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রাহুল দ্রাবিড় (Rohit Sharma- Rahul Dravid)। টিম ইন্ডিয়ার কোচের বক্তব্য, ‘‘রোহিত শাম্ত স্বভাবের। যা দলকে সাহায্য করে। দলের যে কোনও সদস্যের পরামর্শ মন দিয়ে শোনে। ওর ঠান্ডা মাথার নেতৃত্ব দলকে আরও জমাট করেছে। স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রত্যেকেই প্রত্যেককে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে।’’
আরও পড়ুন-শেষ বলে নাটকীয় জয় বাংলাদেশের
দ্রাবিড় (Rohit Sharma- Rahul Dravid) আরও যোগ করেছেন, ‘‘কোচ হিসেবে আমার কাজ রোহিতকে সাহায্য করা। একই সঙ্গে ও যাতে নিজের খেলার দিকেও নজর দিতে পারে, তারজন্য জন্য ওর উপরে থেকে চাপ কমানো।’’ নেতা রোহিতের প্রশংসা করেছেন বিরাট কোহলিও। প্রাক্তন ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত। এরজন্য রোহিত ও টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতেই হবে। দলের প্রতিটি সদস্য নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।’’