শনিবার কৈলাস মিশ্রের উদ্যোগে রক্তদান মেলা ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

Must read

শনিবার লিলুয়ায় হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের (Kailash Mishra) উদ্যোগে রক্তদান মেলা হচ্ছে। সেখানে কমপক্ষে ১১০০ জন রক্তদান করবেন। সেই সঙ্গে বালি পুর এলাকার প্রায় ২৫০ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হবে। ২০ জন অভাবী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের কৃতি পড়ুয়ার দায়িত্বভারও এদিন গ্রহণ করবেন কৈলাস মিশ্র (Kailash Mishra)। পাশাপাশি ‘মমতা ভান্ডার’ ও ‘শ্রদ্ধা’ প্রকল্পের আওতায় এলাকার ৫০ জন সহায়-সম্বলহীন বয়স্ক-বয়স্কার হাতে খাদ্যসামগ্রী ও প্রতি মাসের ৫০০ টাকার চেক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। উপস্থিত থাকবেন আর এক প্রাক্তন সাংসদ ডাঃ শান্তনু সেন। এই অনুষ্ঠানের প্রস্তুতিকে ঘিরে এই মুহূর্তে যুব তৃণমূল কর্মীদের মধ্যে সাজসাজ রব। হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘ফি বছর আমরা এই রক্তদান মেলা করি। বালির ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরাই উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা করেন। গত বছর ১০৭১ জন রক্তদান করেছিলেন। এবার সেই সংখ্যাটা আরও বাড়বে। হাওড়া জেলায় এটাই সবচেয়ে বড় রক্তদান শিবির। আমাদের দলের নেতা ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবং শান্তনু সেন ছাড়াও দুই মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারি-সহ হাওড়া সদরের সমস্ত বিধায়করা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

আরও পড়ুন-কোটি কোটি টাকার GST ফাঁকির অভিযোগ ইনফোসিসের বিরুদ্ধে! সংস্থাকে ধরালো নোটিশ

Latest article