অভিষেকের হাত ধরে দলে যোগ অসমের বড়ঠাকুরের

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অসমের বর্ষীয়ান নেতা রমেনচন্দ্র বড়ঠাকুর।

Must read

প্রতিবেদন : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অসমের বর্ষীয়ান নেতা রমেনচন্দ্র বড়ঠাকুর। শনিবার কলকাতায় অভিষেকের (Abhishek Banerjee) দফতরে তাঁকে নিয়ে আসেন সাংসদ সুস্মিতা দেব। অসমের প্রাক্তন এই কংগ্রেস নেতার যোগদানের পরে ওই রাজ্যে শক্তিশালী হল দল।

আরও পড়ুন-মায়ের কামড়ে বেঘোরে প্রাণ গেল ৩ র‍য়্যাল শাবকের

এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে বড়ঠাকুরের যোগদানের খবর জানানো হয়। সাংসদ সুস্মিতা দেব বলেন, ২০২১ সালে রমেনচন্দ্র বড়ঠাকুর হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার আগে ছিলেন আপের শীর্ষস্থানে। অসমের চা-বাগান শ্রমিকদের মধ্যে কাজ করে উত্থান বড়ঠাকুরের। এরপর একাধিক দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি ও দিশাহীনতার কারণেই তৃণমূলে যোগ দেন তিনি।

Latest article