ওয়াশিংটন, ১৯ নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার সঙ্গে এই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, এলন মাস্ক প্রমুখ।
আরও পড়ুন-যুব বিশ্বকাপে আলাদা গ্রুপে ভারত-পাকিস্তান
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আমেরিকা আসার জন্য রোনাল্ডোকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সঙ্গে জানান, তাঁর ছোট ছেলে সিআর সেভেনের অন্ধভক্ত। ট্রাম্প বলেছেন, আমেরিকাতে আসার জন্য ক্রিশ্চিয়ানোকে ধন্যবাদ। আমার ছোট ছেলে ব্যারন ওর ভীষণ ভক্ত। ক্রিশ্চিয়ানোর সঙ্গে দেখা করতে পেরে দারুণ খুশি ব্যারন। আশা করি, এবার থেকে ও আমাকে বাড়তি সমীহ করবে। কারণ ওর হিরোর সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। প্রসঙ্গত, ২০১৪ সালের পর এই প্রথম আমেরিকাতে পা রাখলেন রোনাল্ডো। ২০১৭ সালে এক মার্কিন মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। মহিলার দাবি, ২০০৯ সালে একটি হোটেলে ঘটেছিল ওই ঘটনা। সেই সময় তাঁকে অর্থ দিয়ে মুখ বন্ধ করিয়েছিলেন রোনাল্ডো। পর্তুগিজ তারকা অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। রোনাল্ডোর আইনজীবীরা জানিয়েছিলেন, দু’জনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। পরে রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেয় আদালত।

