মারাকেশ, ১১ সেপ্টেম্বর : মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দু’হাজার ছাপিয়ে গিয়েছে। আহত আরও বেশ কয়েক হাজার। ধুলিসাৎ হয়ে গিয়েছে বহু বাড়ি। রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরক্কোর মারাকেশ শহরে রোনাল্ডোর বিলাসবহুল হোটেল রয়েছে। গৃহহীনদের থাকার জন্য সেই হোটেলের দরজা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফলে বিলাসবহুল সেই হোটেল পরিণত হয়েছে ত্রাণশিবিরে।
আরও পড়ুন-‘পাপুয়া – নিউ গিনি আফ্রিকায়’ নতুন করে ভূগোল রচনা করলেন বিরোধী দলনেতা
রোনাল্ডোর এই হোটেলের নাম ‘পেস্তানা সিআর সেভেন মারাকেশ’। কয়েক বছর আগেই হোটেলের ব্যবসায় নেমেছিলেন রোনাল্ডো। মারাকেশ ছাড়াও লিসবন, বার্সেলোনা, মাদ্রিদ ও নিউ ইয়র্কে রয়েছে এই হোটেলের আরও চারটি শাখা। বিলাসবহুল এই হোটেলে মূলত অভিজাত সম্প্রদায়ের মানুষরাই এসে ওঠেন। মোট ১৭৪টি ঘর রয়েছে। আপাতত সেই ঘরগুলোই খুলে দেওয়া হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য।
তবে হোটেলের ম্যানেজার জানিয়েছেন, গৃহহীনদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়া হলেও সব ধরনের পরিষেবা তাঁদের দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের সময়ও আহতদের ত্রাণের ব্যবস্থা করেছিলেন রোনাল্ডো।