রোনাল্ডোকে ছাড়া হবে না, জানালেন ম্যান ইউ কোচ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোনও মূল্যেই ছাড়া হবে না। সাফ জানিয়ে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ।

Must read

ব্যাংকক, ১১ জুলাই : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোনও মূল্যেই ছাড়া হবে না। সাফ জানিয়ে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। প্রি-সিজন প্রস্তুতি সফরে এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সঙ্গে আসেননি রোনাল্ডো। মঙ্গলবার লিভারপুলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ম্যান ইউ। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেন হ্যাগ বলেন, ‘‘এই মরশুমে আমাদের পরিকল্পনায় রোনাল্ডো ভালভাবেই আছে। আমি নিজেও ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ওকে নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, রোনাল্ডো বিক্রির জন্য নয়। ও আমাদের দলের অন্যতম সদস্য। ওকে নিয়েই আমারা নতুন মরশুমে সফল হতে চাই।’’

আরও পড়ুন-আদালতে চার্জশিট পেশ

টেন হ্যাগ এদিন আরও জানিয়েছেন, রোনাল্ডোর ক্লাব ছাড়ার খবর প্রকাশিত হওয়ার আগেই তিনি পর্তুগিজ তারকার সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন। ম্যান ইউ কোচের বক্তব্য, ‘‘রোনাল্ডোর সঙ্গে আমার আগেই কথা হয়েছে। তবে সেটা এই জল্পনা রটার আগে। ওর সঙ্গে কথা বলে ভালই লেগেছে।’’ তবে ঠিক কী নিয়ে দু’জনের কথা হয়েছে, তা প্রকাশ্যে আনতে রাজি হননি টেন হ্যাগ। বরং ‘‘এটা আমাদের মধ্যেই থাক।’’ বলে এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন-ব্রাত্যর নতুন নাট্য সংকলন

থাইল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়া উড়ে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দল। সেখানেও গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে রোনাল্ডো দলের সঙ্গে কবে যোগ দেবেন? এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি টেন হ্যাগ।
এদিকে কোচ যতই দাবি করুন, ব্রিটিশ মিডিয়ার খবর, রোনাল্ডো ম্যান ইউ ছাড়ার জন্য মনস্থির করে ফেলেছেন। গত মরশুমে ২৪টি গোল করা সিআর সেভেনের নতুন ক্লাব হিসেবে চেলসি, পিএসজির মতো দলের নাম উঠে আসছে। শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার।

Latest article