মিলান, ৪ ডিসেম্বর : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৬ ম্যাচে ১২ গোল করে ফেলেছেন। অথচ সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলবদল নিয়ে তদন্ত শুরু করল ইতালির পুলিশ! প্রসঙ্গত, জুভেন্টাসের আথির্ক এবং দলবদল সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে নতুন করে। গত ২৬ নভেম্বর জুভেন্টাস ক্লাবে হানা দিয়েছিল পুলিশ। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ফুটবলারদের দলবদলের আর্থিক অঙ্ক নিয়ে অনিয়ম করা হয়েছিল বলে অভিযোগ। ফলে রোনাল্ডোর দলবদলের যাবতীয় নথিও পরীক্ষা শুরু হয়েছে।
আরও পড়ুন : AbhisheK Banerjee on Municipality Election: গা-জোয়ারি নয়, প্রচারে যেতে হবে বিরোধীদের বাড়িতেও
চলতি মরশুমেই জুভেন্টাস ছেডে় ম্যান ইউতে যোগ দিয়েছেন রোনাল্ডো। এর জন্য ম্যান ইউ কর্তৃপক্ষকে ১ কোটি ৫০ লক্ষ ইউরো ট্রান্সফার ফি দিতে হয়েছিল। এছাড়াও শর্ত সাপেক্ষে আরও ৮০ লক্ষ ইউরো জুভেন্টাসের পাওনা। যদিও গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করার পর, পুলিশের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে বলে খবর। যাতে এই দলবদল নিয়ে বেশ কিছু তথ্য ভুল বলে ধরা পড়েছে। তবে জুভে কর্তৃপক্ষের দাবি, যাবতীয় চু্ক্তি আর্থিক নিয়ম মেনেই হয়েছে। তদন্ত চলাকালীন পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। একই সঙ্গে জুভেন্টাসের দাবি, রোনাল্ডোকে মোট ২ কোটি ৩০ লক্ষ ইউরোতে বিক্রি করার, আর্থিকভাবে ক্লাবের ১ কোটি ৪০ লক্ষ ইউরো ক্ষতি হয়েছে।