ইউটিউবে পা রেখেই রোনাল্ডোর রেকর্ড

Must read

রিয়াধ, ২২ অগাস্ট : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার ইউটিউবার! ফেসবুক, এক্স হ্যান্ডল, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকেই সক্রিয় ছিলেন।  এবার ইউটিউব চ্যানেলও খুলে ফেললেন রোনাল্ডো (Ronaldo)। আর এই ইউটিউব চ্যানেলের নাম তিনি দিয়েছেন— ‘ইউআর ক্রিশ্চিয়ানো’।
মাঠে নেমে অজস্র গোল করেছেন। গড়েছেন একের পর এক বিশ্বরেকর্ড। এবার ইউটিউবের দুনিয়াতে পা রেখেও দাপট দেখাচ্ছেন রোনাল্ডো। আত্মপ্রকাশের মাত্র ৯০ মিনিটের মধ্যেই রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন বা ১০ লক্ষ! যা ইউটিউবের ইতিহাসে নতুন নজির। শুধু তাই নয়, প্রথম দিনেই এই সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ।

আরও পড়ুন- কড়া আইন করে ১৫ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ইউটিউব বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৮ বছর আগে ইউটিউব চ্যানেল চালু করেছিলেন রোনাল্ডোর এক নম্বর প্রতিপক্ষ লিওনেল মেসি। আত্মপ্রকাশের প্রথম দু’ঘণ্টা পর মেসির চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছিল ২১ লক্ষ ৬০ হাজার। এই দুই ঘণ্টায় ২০৭টি ভিডিও আপলোড করেছিলেন মেসি। সেখানে রোনাল্ডোর চ্যানেলে দু’ঘণ্টায় সাবস্ক্রাইবারের সংখ্যা হয়েছে ২১ লক্ষ ৭০ হাজার। অর্থাৎ ইউটিউবের দুনিয়ায় মেসিকে পিছনে ফেলে দিয়েছেন সিআর সেভেন। তাও মাত্র ১৮টি ভিডিও আপলোড করেই! ইউটিউব চ্যানেল খুলে খুশি রোনাল্ডো নিজেও। এদিকে, জোর জল্পনা বান্ধবী জর্জিনার সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন রোনাল্ডো। ইউটিউব চ্যানেলে রোনাল্ডো জর্জিনাকে স্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন। একটি ছবিতে জর্জিনার হাতে বিয়ের আংটি দেখে গিয়েছে বলে নেটিজেনদের দাবি।

Latest article