প্রয়াত পুত্রকে গোল উৎসর্গ রোনাল্ডোর, আর্সেনালের কাছে হার ম্যান ইউয়ের

ম্যাচটা ছিল আর্সেনালের ঘরের মাঠে। তবে রোনাল্ডো মাঠে পা রাখার পর প্রায় সাত মিনিট ধরে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।

Must read

লন্ডন, ২৩ এপ্রিল : সদ্যোজাত সন্তানের মৃত্যুর শোক সামলে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলও করলেন। কিন্তু দলকে হারের হাত থেকে বাঁচাতে পারলেন না। আর্সেনালের বিরুদ্ধে শনিবার ১-৩ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর এই হারের পর ম্যান ইউয়ের আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা কার্যত শেষ।

আরও পড়ুন-জিতেই শেষ চারে যেতে চায় বাংলা সন্তোষ ট্রফি

ম্যাচটা ছিল আর্সেনালের ঘরের মাঠে। তবে রোনাল্ডো মাঠে পা রাখার পর প্রায় সাত মিনিট ধরে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। পুত্রশোকে বিহ্বল এক পিতাকে এভাবেই সম্মান জানালেন আর্সেনাল সমর্থকরা। অথচ তিন মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। গোল করেন আর্সেনালের নুনো তাভারেস। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
কিন্তু দু’মিনিট পরেই ব্যবধান ১-২ করে দিয়েছিলেন রোনাল্ডো। সতীর্থ নেমানজা মাতিসের পাস ধরে বিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝখান থেকে গোল করে যান সিআর সেভেন। ম্যান ইউয়ের জার্সিতে রোনাল্ডোর এটি ১০০তম গোল। গোলের পর আকাশের দিকে হাত তুলে সদ্যপ্রয়াত পুত্রকে তা উৎসর্গ করেন পর্তুগিজ মহাতারকা। ৫৭ মিনিটেই পেনাল্টি আদায় করে নিয়েছিল ম্যান ইউ। কিন্তু সবাইকে বিস্মিত করে রোনাল্ডো নন, পেনাল্টি নিতে আসেন ব্রুনো ফার্নান্ডজ। এবং মিস করে দলকে সমতায় ফিরিয়ে আনার মোক্ষম সুযোগ হাতছাড়া করেন। ৭০ মিনিটে গ্রানিত জাকার গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল।

Latest article