হেরে সমর্থকদের তোপের মুখে রোনাল্ডোরা

এদিকে, এদিনের হারের পর রোনাল্ডোদের টিম বাস ঘিরে রীতিমতো বিক্ষোভ জানান আল নাসের সমর্থকরা। যা বেশ চাপে ফেলে দিয়েছে রোনাল্ডোদের।

Must read

রিয়াধ, ২৯ অক্টোবর : আল নাসেরের জার্সিতে খেতাব জয়ের অপেক্ষা আরও বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদি কিংস কাপের শেষ ষোলো রাউন্ডে আল ইত্তেহাদের কাছে ১-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আল নাসের। এই ম্যাচে রোনাল্ডোকে টেক্কা দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমা। এই নিয়ে সৌদি ক্লাবের হয়ে ১৩টি টুর্নামেন্ট খেলে একটিতেও চ্যাম্পিয়ন হতে পারলেন না রোনাল্ডো!
ম্যাচের শুরুতেই বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছিল আল ইত্তেহাদ। যদিও ৩০ মিনিটেই ১-১ করে দিয়েছিলেন আল নাসেরের ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো। কিন্তু বিরতির আগেই হুসেম আওয়ারের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আল ইত্তেহাদ। ৪৯ মিনিটে লাল কার্ড দেখেন আল ইত্তেহাদের আহমেদ আল জুলায়দান। কিন্তু ১০ জনে হয়ে যাওয়া বিপক্ষকে পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেননি রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা এদিন নিজের সেরা ফর্মের ধারে-কাছেও ছিলেন না। গোটা ম্যাচে রোনাল্ডোর অবদান পাঁচটি শট। যার মধ্যে মাত্র একটি তিন কাঠির মধ্যে ছিল! টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও, হাল ছাড়ছেন না রোনাল্ডো। ম্যাচের পর সোশ্যাল মিডিয়াতে তাঁর বার্তা— আমরা একসঙ্গে দৃঢ়তার সঙ্গে দাঁড়াই। ভুল থেকে শিক্ষা নিই এবং সামনের দিকে এগিয়ে যাই।
প্রসঙ্গত, রোনাল্ডোর সামনে এখন আর দু’টি টুর্নামেন্ট রয়েছে। এক— সৌদি প্রো লিগ। দুই— এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু। এদিকে, এদিনের হারের পর রোনাল্ডোদের টিম বাস ঘিরে রীতিমতো বিক্ষোভ জানান আল নাসের সমর্থকরা। যা বেশ চাপে ফেলে দিয়েছে রোনাল্ডোদের।

Latest article