মিউনিখ, ৫ জুন : অবশেষে শাপমুক্তি! জার্মানির বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে এর আগে জার্মানদের বিরুদ্ধে চারটি ম্যাচ খেললেও, জয় অধরাই ছিল রোনাল্ডোর। সেই খরা কাটল ২২০তম আন্তর্জাতিক ম্যাচে। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল। আর জয়সূচক গোলটি এল চল্লিশের রোনাল্ডোর পা থেকেই। দীর্ঘ ২৫ বছর পর, জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগালও। শেষবার জার্মানদের বিরুদ্ধে জয় এসেছিল ২০০০ সালে। এরপর আরও পাঁচবার জার্মানদের মুখোমুখি হয়েও জিততে পারেনি পর্তুগাল। শেষ পর্যন্ত সেই খরা কাটল কিনা জার্মানদের ঘরের মাঠ মিউনিখে!
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা-অপপ্রচার-মিথ্যাচার, কাল শহরে প্রতিবাদ-মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস
অথচ ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে জার্মানিই। বিরতির আগেই অন্তত দু’গোলে এগিয়ে যেত পারত জার্মানরা। যদিও পর্তুগিজ গোলকিপার দিয়েগো কোস্তার সৌজন্যে দু’বারই বেঁচে যায় পর্তুগাল। চার মিনিটে লিয়ন গোরেৎজকার শট বাঁচান কোস্তা। এর পর নিক উল্টারমেডেনের শটও বাঁচান তিনি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটে জোশুয়া কিমিখের পাস থেকে গোলটি করেন ফ্লোরিয়ান উইৎজ। গোল শোধের জন্য মরিয়া পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ৫৮ মিনিটে রুবেন নাভাসকে তুলে নিয়ে মাঠে নামিয়ে দেন ভিতিনিয়াকে। আর পিএসজির হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনিয়া মাঠে নামার পরেই বদলে যায় পর্তুগাল। ৬৩ মিনিটে ১-১ করেন আরেক পরিবর্ত ফুটবলার ফ্রান্সিসকো কনসেইকাও। প্রায় ৩৫ গজ দৌড়ে জার্মান বক্সে পৌঁছে গিয়ে জোরালো শটে জাল কাঁপান তিনি। মজার কথা, ২৫ বছর আগে জার্মানদের বিরুদ্ধে পর্তুগালের শেষ জয়ের নায়ক ছিলেন ফ্রান্সিসকোর বাবা সের্জিও কনসেইকাও। সেদিন তিনি হ্যাটট্রিক করেছিলেন।
এর পাঁচ মিনিটের মধ্যেই রোনাল্ডোর জয়সূচক গোল। বাঁ প্রান্ত থেকে জার্মান বক্সে ক্রস বাড়িয়েছিলেন নুনো মেন্ডেস। নিখুঁত প্লেসিংয়ে ২-১ করে দেন রোনাল্ডো। যা তাঁর ১৩৭তম আন্তর্জাতিক গোল। নিজেকে ক্রমশ ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন সিআর সেভেন। এর করেয়ক মিনিট পরেই গোলে শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু করিম আদেয়েমির শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের পর রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্তিনেজ। পর্তুগাল কোচের বক্তব্য, ‘‘যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হতে চায়, সেরাটা দিতে চায়, ক্রিশ্চিয়ানো তাদের কাছে উদাহরণ। নিজের খিদে ও গোটা দলে ছড়িয়ে দিয়েছে।’’ সোশ্যাল মিডিয়াতে গোলের পর নিজের উচ্ছ্বাসের ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘‘এগিয়ে চলো পর্তুগাল।’’ এই নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল। এর আগে ২০১৮-১৯ মরশুমের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোনাল্ডোরা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…