বিশ্বকাপে চোখ রোনাল্ডোর

Must read

রিয়াধ, ১ জুলাই : আগেই জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। এবার তার কারণ ফাঁস করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি বলেছেন, ‘‘ক্লাব বিশ্বকাপ খেলছে, এমন কিছু ক্লাবের প্রস্তাব আমার কাছে ছিল। কিন্তু আমি তা ফিরিয়ে দিই। নতুন মরশুমের আগে ভালভাবে বিশ্রাম নেওয়াটা বেশি জরুরি মনে হয়েছে। কারণ এটা বিশ্বকাপের মরশুম। তাই আমি ঠিকঠাক প্রস্তুতি নিতে চাই। যাতে শুধু আল নাসেরের হয়েই নয়, পর্তুগালের হয়েও নিজের সেরাটা দিতে পারি।’’ সৌদি প্রো লিগকে বিশ্বের সেরা পাঁচ ফুটবল লিগের অন্যতম বলে দাবি করে রোনাল্ডো আরও বলেন, ‘‘সৌদি প্রো লিগ দ্রুত উন্নতি করছে। এরই মধ্যে বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামী বছরগুলোও আরও উন্নতি করবে।’’ সদ্য আল নাসেরের নতুন চুক্তিতে সই করেছেন। ফলে ২০২৭ সাল পর্যন্ত রোনাল্ডোর সৌদি আরবে থাকা পাকা। যদিও পর্তুগিজ তারকা (Cristiano Ronaldo) বলছেন, ‘‘আরও দুটো বছরই নয়। আমি ২০৩৪ সাল পর্যন্ত সৌদিতে থাকতে চাই। তখন সৌদিতে বিশ্বকাপের আসর বসবে। আমার বিশ্বাস, ওটাই হবে সবথেকে সুন্দর বিশ্বকাপ।’’

আরও পড়ুন-ফুটবলের প্রতি ভালবাসা কখনও যাবে না : নেইমার

Latest article