ওল্ড ট্র্যাফোর্ড : মর্যাদার লড়াইটা কি তাহলে ব্যক্তিগত নৈপুণ্য বনাম দলগত ফুটবলের হতে চলেছে? ম্যাঞ্চেস্টার ডার্বিতে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটির মুখোমুখি ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ হলেও, ওলে গানার সোলসারকে চিন্তায় রাখছে পেপ গুয়ার্দিওলার শিষ্যদের আগুনে ফর্ম। তবে ফিল ফডেন, রহিম স্ট্যার্লিং, গ্যাব্রিয়েল জেসুসদের বিরুদ্ধে ম্যান ইউয়ের কোচের ভরসা সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে সোলসারের চাকরি এখনও টিঁকে রয়েছে!
প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে পাঁচ গোল হজমের পরেই সোলসারের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্তারা তো নতুন কোচ নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছিলেন। কিন্তু পরের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে তিন গোলে জয় এবং চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র—আপাতত স্বস্তি দিচ্ছে সোলসারকে।
আরও পড়ুন-নেট রানরেট নিয়ে ভাবছেন না ফিঞ্চ
তবে শনিবাসরীয় ডার্বিতে হার মানেই ফের ম্যান ইউ কোচের ওপর চাপটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। পয়েন্টের বিচারেও প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে রয়েছে ম্যান ইউ। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইপিএলের তিন নম্বরে রয়েছে ম্যান সিটি। সেখানে সমান ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে সাত নম্বরে সোলসারের টিম।
কঠিন পরিস্থিতিতে ম্যান ইউ কোচের সেরা বাজি হতে পারেন রোনাল্ডো। ৩৬ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা ওল্ড ট্র্যাফোর্ডে নিজের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই দারুণ ফর্মে। সব টুর্নামেন্ট মিলিয়ে ইতিমধ্যেই ১২ ম্যাচে ৯টি গোল করে ফেলেছেন।