রিয়াধ, ৮ ফেব্রুয়ারি : বুধবার চল্লিশে পা রেখেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল-খিদে সেই আগের মতোই রয়েছে। এবার সৌদি প্রো লিগে আল ফেইয়ার বিরুদ্ধেও গোল পেলেন সিআর সেভেন। গ্যালারিতে বসে ছেলের ৯২৪তম গোলের মুহূর্ত উপভোগ করলেন রোনাল্ডোর মা। ম্যাচটা ৩-০ গোলে জিতেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের।
আরও পড়ুন-ম্যান ইউ জিতলেও সঙ্গে থাকল অফসাইড বিতর্ক
ঘরের মাঠে ২২ মিনিটেই জন ডুরানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। ৭২ মিনিটে ফের গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সেই ডুরান। এর দু’মিনিট পরেই রোনাল্ডোর গোল। ডানদিক থেকে তীব্র গতিতে বিপক্ষ বক্সে ঢুকে পড়ে গড়ানে ক্রস বাড়িয়েছিলেন সাদিও মানে। অনেকটা পিছন থেকে ছুটে এসে ডান পায়ের শটে বল জালে জড়ান রোনাল্ডো। সেই সময় গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তাঁর মা ডোলোর্স অ্যাভেইরোকে। এর আগে ম্যাচের ৪০ মিনিটের মাথায় রোনাল্ডোকে বিশেষ সম্মান দেওয়া হয়। সদ্য চল্লিশে পা রাখা রোনাল্ডোর উদ্দেশ্যে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানায়। সেই সময় আবেগে ভেসে যান পর্তুগিজ মহাতারকাও। গ্যালারির দিকে হাসি মুখে হাত নাড়তে দেখা গিয়েছে তাঁকে।
এদিনের জয়ের পর, ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি লিগের তিন নম্বরে রইল আল নাসের। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তেহাদ। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…