দুর্ঘটনায় মৃত্যু জোতার, শোকার্ত রোনাল্ডো

বুধবার রাতে স্পেনের জামোরা শহরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। যা কেড়ে নিয়েছে মাত্র ২৮ বছরের ফুটবলারের প্রাণ।

Must read

মাদ্রিদ, ৩ জুলাই : ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতার। বুধবার রাতে স্পেনের জামোরা শহরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। যা কেড়ে নিয়েছে মাত্র ২৮ বছরের ফুটবলারের প্রাণ। দু’সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী রুতো কার্দোসোকে বিয়ে করেছিলেন জোতা। বিয়ের অসাধারণ কিছু ছবি পোস্ট করেছিলেন। তাঁদের তিন সন্তান রয়েছে। জোতার অকালপ্রয়াণে ফুটবল দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
স্পেনের সংবাদমাধ্যম জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনে। পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েনসাও। সমাজমাধ্যমে এক বিবৃতিতে শোকস্তব্ধ পেদ্রো লিখেছেন, পর্তুগাল ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলেই ভয়ঙ্কর এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে ৫০-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল। ভাল ফুটবলার এবং মানুষ হিসেবেও অসাধারণ ছিল জোতা। সতীর্থ, বিপক্ষ সকলেই ওকে সম্মান করত।

আরও পড়ুন-বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ওড়িশায়, অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি মুখ্যসচিবের

জাতীয় দলের সতীর্থকে হারিয়ে শোকার্ত রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, এটা কী হল! এর কোনও মানে হয় না। আমরা জাতীয় দলে একসঙ্গেই ছিলাম। এখন তুমি বিয়ে করেছিলে। তোমার পরিবার, স্ত্রী, সন্তানদের প্রতি আমার সমবেদনা জানাই। পৃথিবীর সমস্ত শক্তি তোমাদের দিন ঈশ্বর, এই প্রার্থনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে থেকো দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাকে মিস করব। অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে লিভারপুল সমর্থকরা ফুল, স্মারক দিয়ে জোতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভাই আন্দ্রের সঙ্গে একটি বিলাসবহুল সুপারকারে চেপে যাচ্ছিলেন জোতা। আন্দ্রেও ছিলেন ফুটবলার। লিভারপুল তারকা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় সময় বুধবার রাত ১২.৪০ নাগাদ জামোরা এলাকার সের্নাদিলা অঞ্চলে দুর্ঘটনা ঘটে। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায়। গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। বিকট শব্দে গাড়িটাই আগুনে ভস্মীভূত হয়। জোতা ও তাঁর ভাই দু’জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন-এবার বিজেপি রাজ্য মহারাষ্ট্র, ধর্ষণ করে সেলফি ডেলিভারি বয়ের

পোর্তোয় জন্ম জোতার। ২০১৪ সালে পর্তুগিজ ক্লাব পাকোস দ্য ফেরেরায় কেরিয়ার শুরু করেন। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে সই করলেও সিনিয়র দলে সুযোগ পাননি। পোর্তোয়ে খেলেছেন লোনে। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তারপরই তৎকালীন কোচ জুরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরশুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাঁচ মরশুমে ইপিএলে ৪৭ গোল করেছেন জোতা। রোনাল্ডোর পাশে খেলে জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল। সদ্যসমাপ্ত উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেরও সদস্য ছিলেন জোতা।

Latest article