আলগার্ভে, ৮ অগাস্ট : বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু গোলের খিদে এতটুকু কমেনি। চল্লিশেও যেন ফুটবল মাঠে চব্বিশের তরুণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক-মরশুমে নিজেকে ফিট রাখছেন, প্রস্তুতি ম্যাচে গোলও করছেন আসন্ন মরশুমে নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। দেশের মাটিতে পর্তুগিজ ক্লাব রিও আভের বিরুদ্ধে এবার হ্যাটট্রিক করলেন সিআর সেভেন। পর্তুগিজ মহাতারকার জাদুতে আল নাসেরও ৪-০ গোলে সহজেই জিতেছে।
১৯ অগাস্ট থেকে মরশুম শুরু। তার আগে প্রি-সিজন ফ্রেন্ডলি জিতে সমাজমাধ্যমে রোনাল্ডোর বার্তা, ‘চালিয়ে যাও, এখনও অনেক কিছু করার আছে’। বুঝিয়ে দিলেন, নতুন মরশুমেও রোনাল্ডো ম্যাজিক চলবে। মুহূর্তে ভাইরাল হয় তাঁর পোস্ট। শুরু থেকে এদিন গতিময় ফুটবল খেলে আল নাসের। ৩ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। রোনাল্ডোর বাঁ-পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৫ মিনিটে ডেড লক খুলে যায়। সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসের। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো। চেলসি থেকে আসা ফেলিক্সের দুর্দান্ত অ্যাসিস্টে ডান পায়ের জোরালো শটে বল বিপক্ষের জালে জড়িয়ে ২-০ করেন সিআর সেভেন।
আরও পড়ুন-এক আসরে তিন তথ্যচিত্র
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার কোনও সুযোগ দেননি রোনাল্ডোরা। বিরতির পর শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেই ফ্রেন্ডলি ম্যাচে বড় জয় তুলে নেয় সৌদির ক্লাব। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল সিআর সেভেনের। ৬৩ মিনিটে ওয়েসলির পাস থেকে হেডে গোল করেন রোনাল্ডো। মিনিট চারেক পর পেনাল্টি পায় আল নাসের। গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ কিংবদন্তি। শেষ পর্যন্ত ৪-০ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ম্যাচের সেরা হন রোনাল্ডোই। নিজের দেশের ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেও বাড়তি উচ্ছ্বাস নেই তাঁর। বরং কেরিয়ারে হাজার গোলের মিশনে নতুন মরশুম শুরুর আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে ভাল জায়গায় রাখাই লক্ষ্য সিআর সেভেনের।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…