রিয়াধ, ১৪ মে : আল নাসেরের তরফে নতুন চুক্তির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে সৌদি আরবের ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে যেতে রাজি একটি শর্তে, যদি ট্রফি জেতার জন্য দলের খোলনোলচে বদলে ফেলা হয়। এমনটাই খবর সৌদি সংবাদমাধ্যম সূত্রে। ৪০ বছরের রোনাল্ডো খুশি নন টিমের ধারাবাহিক ব্যর্থতায়। জানা গিয়েছে, ক্লাবের ট্রফিহীন মরশুমে সি আর সেভেন চান কোচ স্তেফানো পায়োলি এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোর অপসারণ, পাশাপাশি স্কোয়াডের অর্ধেকের বেশি ফুটবলারকে ছেড়ে দিয়ে টিমের আমূল পরিবর্তন।
আরও পড়ুন-কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতা, তোপ তৃণমূলের
২০২৩ সালের জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে সই করেছিলেন রোনাল্ডো। গত দু’বছরে মাত্র একটি ট্রফি জিতেছেন পর্তুগিজ মহাতারকা। সেটা ২০২৩ সালেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে হেরেছে রোনাল্ডোর ক্লাব। সৌদি প্রো-লিগে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের অনেক পিছনে। সূত্রের খবর, ট্রফি জেতার মতো পারফরম্যান্সের জন্য ক্লাবকে রোনাল্ডো নাকি টিমের স্কোয়াড এবং কোচিং সেট আপে আমূল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। নিছক পরামর্শই নয়, তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার জন্য এই শর্তই নাকি ক্লাব ম্যানেজমেন্টের কাছে রেখেছেন রোনাল্ডো। সৌদি মিডিয়া ওকাজের দাবি, পর্তুগিজ সুপারস্টার ক্লাবের সঙ্গে চুক্তিবৃদ্ধি তখনই করবেন যদি তাঁর শর্তপূরণে রাজি হয় ম্যানেজমেন্ট।