লিসবন, ১৮ অগাস্ট : টানা ৯ বছর একত্রবাসের পর অবশেষে বান্ধবী জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। পর্তুগিজ মহাতারকার প্রস্তাবে হ্যাঁ বলতে দেরি করেননি জর্জিনাও। শুধু তাই নয়, বাগদানের পর রোনাল্ডোর উপহার দেওয়া হীরের আংটি হাতে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন স্প্যানিশ মডেল। তার পর থেকে একটাই আলোচনা, কবে হচ্ছে রোনাল্ডো (Ronaldo)-জর্জিনার বিয়ে?
পর্তুগিজ এবং স্প্যানিশ মিডিয়ার দাবি, ২০২৬ বিশ্বকাপের পরেই পরিণয়সূত্রে আবদ্ধ হবেন রোনাল্ডো। আর সেই বিয়ের অনুষ্ঠান হবে তাঁর নিজের দেশ পর্তুগালে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছেন রোনাল্ডো। তবে যাবতীয় কাজ হচ্ছে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে। বিয়ের দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব সম্ভবত ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পরেই হবে রোনাল্ডো-জর্জিনার আনুষ্ঠানিক বিয়ে। ততদিনে বিশ্বকাপ শেষ হয়ে যাবে। আর সবাই জানে, রোনাল্ডো এই বিশ্বকাপটা খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চায়। ততদিনে ওর বয়স হবে ৪১ বছর।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শুধু বহুমূল্য হীরের আংটিই নয়, জর্জিনাকে একটি পোরশে গাড়ি, দু’টি দামি ঘড়ি (যার এক-একটির দাম ৫০ হাজার ইউরোর বেশি) উপহার দিয়েছেন সিআর সেভেন। এছাড়া হবু স্বামীর কাছ থেকে দু’টি অসাধারণ ডিজাইনার পোশাকও উপহার পেয়েছেন জর্জিনা। এখানেই শেষ নয়, নিজেদের দেশে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন রোনাল্ডো। আর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব ফুটবলের অনেক নামী ফুটবল তারকারা।
বিশ্বকাপের পরেই বিয়ে রোনাল্ডোর
