ম্যাঞ্চেস্টার, ৭ ডিসেম্বর : নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ বেশ কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ র্যালফ রাংনিক।
বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনাল্ডোদের প্রতিপক্ষ সুইডিশ ক্লাব ইয়ং বয়েজ। তবে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই শেষ ষোলোয় উঠে গিয়েছে ম্যান ইউ। তার ওপরে টিমে চোট-আঘাতের তালিকা রীতিমতো দীর্ঘ। আগেই চোট পেয়ে বাইরে রয়েছেন এডিনসন কাভানি, পল পোগবা, রাফায়েল ভারানে, লুক শ। এই তালিকায় নবতম সংযোজন—অ্যান্থনি মার্শিয়েল ও জেসে লিনগার্ড। সামনে দীর্ঘ মরশুম পড়ে রয়েছে, তাই ইয়ং বয়েজের বিরুদ্ধে কোনও বাড়তি ঝুঁকি নিতে চান না র্যাংনিক।
তবে ইয়ং বয়েজের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল ম্যান ইউ।
আরও পড়ুন : ‘ত্রিপুরার ফলাফল সারাদেশের কাছে একটা উদাহরণ’ উচ্ছ্বসিত অভিষেক
তাই বুধবার রাতের ম্যাচটা রোনাল্ডোদের কাছে প্রতিশোধ নেওয়ার মঞ্চ। সিআর সেভেন তাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। পুরনো ক্লাবে ফেরার পর থেকেই নিয়মিত গোলের মধ্যে রয়েছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগেও নেই নেই করে ৬টি গোল করে ফেলেছেন তিনি। তবে রাংনিক তাঁকে শেষ পর্যন্ত মাঠে নামান কি না, সেটাই এখন দেখার।
এদিকে, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে জুভেন্টাস, চেলসির মতো ক্লাবও। তবে দুটো দলই শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ পর্তুগালের মালমো। অন্যদিকে, চেলসি মাঠে নামবে জেনিথের বিরুদ্ধে।