ম্যাঞ্চেস্টার, ১৩ মার্চ : ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। টটেনহ্যাম হটস্পারের হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গেই বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নতুন নজির গড়লেন সিআর সেভেন। ভেঙে দিলেন জোসেফ বাইকানের ৬৬ বছরের পুরনো রেকর্ড।
আরও পড়ুন – সেঞ্চুরি মিস করে হতাশ নন শ্রেয়স
এতদিন পর্যন্ত ৮০৫ গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রিয়ার প্রাক্তন ফুটবলার বাইকান। এই কীর্তি তিনি গড়েছিলেন ১৯৫৬ সালে। শনিবার রাতের পর রোনাল্ডোর নামের পাশে আপাতত জ্বলজ্বল করছে ৮০৭টি গোল! এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ব্রাজিলীয় তারকা রোমারিও (৭৭২ গোল)। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে লিওনেল মেসি (৭৫৯ গোল) এবং ফুটবল সম্রাট পেলে (৭৫৭ গোল)।
এদিকে, রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ১২ মিনিটে দুরন্ত শটে গোল করে ম্যান ইউকে এগিয়ে দিয়েছিলেন সিআর সেভেন (Cristiano Ronaldo)। কিন্তু ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেন। তিন মিনিটের মধ্যে ফের গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। তবে ৭২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে ২-২ করে দিয়েছিল টটেনহ্যাম। যদিও ৮১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যক্তিগত হ্যাটট্রিক এবং দলের জয় নিশ্চিত করেন সিআর সেভেন নিজেই।