প্রতিবেদন : এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ভারত থেকে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের কোন গ্রুপে থাকে তা জানার আগ্রহ নিয়ে শুক্রবার দুপুরে কুয়ালালামপুরে ড্রয়ের দিকে নজর ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের। সবুজ-মেরুন তথা বাংলার সমর্থকদের নজর ছিল মোহনবাগানের গ্রুপের দিকে। কিন্তু মোহনবাগান নয়, রোনাল্ডোর দল আল নাসের পড়ল গোয়ার গ্রুপে। মোহনবাগান তুলনামূলকভাবে সহজ গ্রুপে। তবে চুক্তির কারণে রোনাল্ডোর ভারতে খেলতে আসার সম্ভাবনা বেশ কম। এমনটাই খবর। তবে ড্রয়ের দিন কুয়ালালামপুরে উপস্থিত আল নাসের কর্তারা এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। মোহনবাগান সমর্থকরা হতাশ রোনাল্ডোর আল নাসেরকে প্রিয় দলের সঙ্গে এক গ্রুপে দেখতে না পেয়ে।
আরও পড়ুন-দিল্লিতে হুমায়ুনের স্মৃতিসৌধ ভেঙে মৃত্যু হল ৫ জনের
সূত্রের খবর, আল নাসেরের সঙ্গে চুক্তি অনুযায়ী পর্তুগিজ মহাতারকা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। ক্লাব রোনাল্ডোকে চাপ দিতে পারবে না। একমাত্র ভারতে আসা নির্ভর করছে সিআর সেভেনের ইচ্ছার উপর। ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। ‘সি’ গ্রুপে রয়েছে মোহনবাগান। জোসে মোলিনার দলের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। ইরানের সেপাহান এশিয়ান ফুটবলে বড় নাম। ২০০৭ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ রানার্স হয়েছিল। আহাল এফসি গোয়ার মতোই প্লে-অফ জিতে এসিএল টু-এর গ্রুপ পর্বে উঠেছে। অন্যদিকে, জর্ডনের আল হুসেইন ঘরোয়া লিগে শক্তিশালী। তবে গ্রুপে সেপাহানকে সামলে দ্বিতীয় দল হিসেবে নক আউটে খেলার স্বপ্ন দেখতেই পারে মোলিনার মোহনবাগান। গতবার নিরাপত্তার কারণে ইরানে খেলতে যায়নি মোহনবাগান। টুর্নামেন্ট থেকে সাসপেন্ড হতে হয়। এবার তেহরানে গিয়ে সেপাহানের বিরুদ্ধে খেলতে হবে। এদিন ড্রয়ের পর সেপাহানের কর্তারা আশ্বাস দিয়ে বললেন, মোহনবাগান নির্বিঘ্নে খেলতে পারবে ইরানে গিয়ে।
গোয়ার গ্রুপে আল নাসের ছাড়া রয়েছে তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল এবং ইরাকের এফসি আল জাওরা। কলকাতার ফুটবলপ্রেমীরা হতাশ হলেও মানোলো মারকুয়েজের গোয়া ঘরের মাঠে রোনাল্ডোর দলের বিরুদ্ধে খেলবে। সিআর সেভেন না এলেও ফাতোরদায় খেলতে দেখা যেতে পারে সাদিও মানে, ইনিগো মার্টিনেজদের। এদিন এএফসি জানিয়েছে, কোনও ভেনু নিয়ে সমস্যা হলে নিরপেক্ষ মাঠে খেলা হবে। অফিসিয়াল ম্যাচ বল ‘প্যারাডাইস’। আগে এই বলে কখনও খেলা হয়নি। পূর্ণাঙ্গ সূচি জানার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার রাত অথবা শনিবার সকাল পর্যন্ত। মোহনবাগানের প্রথম ম্যাচ সম্ভবত ১৬ সেপ্টেম্বর।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…