রক্ষনাবেক্ষনের অভাবে ওডিশার (Orissa) কোরাপুটে মর্মান্তির দুর্ঘটনা। শনিবার দুপুরে একটি মার্কেট কমপ্লেক্সের ছাদ ভেঙে এক বিক্রেতার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF), দমকল বিভাগ এবং পুলিশ পৌঁছয়। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে তার তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারী দল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন-অনির্দিষ্টকালের জন্য বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা
কোরাপুটের পুলিশ সুপার কার্যালয়ের উল্টোদিকে একটি মার্কেট কমপ্লেক্সে ওই সময়ে বেশ কয়েকটি দোকান খোলা ছিল। দোকানদার ও ক্রেতা সকলেই বাজারে ছিলেন। কিন্তু হঠাৎ করেই ছাদটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তিকে উদ্ধার করে শহীদ লক্ষ্মণ নায়ক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয় না। মার্কেট কমপ্লেক্সে বেকারি, পান ও লস্যির দোকান ছিল। ধ্বংসাবশেষের তলা থেকে পরে কেউ উদ্ধার হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। স্থানীয়রা মনে করছেন যে ধসে পড়া কাঠামোর নিচে আরও ৪ থেকে ৫ জন আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধারকাজে সহায়তা করতে ছয়টি জেসিবি মেশিন আনা হয়েছে এবং জীবিতদের খুঁজে বের করার জন্য স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। প্রশাসনের তরফে ধ্বংসস্তূপ পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বাণিজ্যিক অঞ্চলে নির্মাণ সংক্রান্ত নিরাপত্তা এবং রক্ষনাবেক্ষন নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

