বন্ধ হবে রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ পুর-নির্দেশের পরই শুরু অভিযান

Must read

প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ করতে হবে শহরের সমস্ত রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ। বহুতলে আগুন লাগলে মানুষ যাতে ছাদের উপর আশ্রয় নিতে পারেন এবং সেখান থেকে তাঁদের নিরাপদে উদ্ধার করা যেতে পারে, তার জন্যই বহুতলের ছাদ ফাঁকা রাখার নিদান দেওয়া হয়েছে পুরসভার তরফে। জারি হয়েছে নির্দেশিকাও। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিমের এই নির্দেশের পরই ময়দানে নেমে পড়েছে পুরকর্মীদের দল। শনিবার শেক্সপিয়র সরণি থানার পুলিশকে সঙ্গে নিয়ে পার্ক স্ট্রিটে অভিযান চালিয়েছেন পুরকর্মীরা। ভেঙে ফেলা হচ্ছে রেস্তোরাঁর বেআইনি অংশ।
গত মঙ্গলবার বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১৪ জনের। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া পদক্ষেপ নিয়েছে পুরসভা। বৃহস্পতিবারই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে সারপ্রাইজ ভিজিটে গিয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ, পুরসভা ও দমকলকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। বিপজ্জনকভাবে মজুত করা ১০-১৫টি সিলিন্ডার তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়। পুরসভার তরফে বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় বেআইনি নির্মাণ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়। শুক্রবার মহানাগরিক স্পষ্ট জানিয়েছিলেন, কোনও বহুতলে সিঁড়ির মতো ছাদও কমন স্পেস। তাই ব্যক্তিগত ব্যবসার উদ্দেশ্যে ছাদ কোনওভাবেই বিক্রি করা যাবে না। শনিবার মেয়রের নির্দেশমতো পার্ক স্ট্রিটের রুফটপ ক্যাফে-রেস্তোরাঁর বেআইনি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। নোটিশ পাঠানো হচ্ছে রেস্তোরাঁগুলির মালিকদের। নবান্নের তরফে বিশেষ কমিটি গঠন করে শহরের হোটলগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা কীভাবে ঢেলে সাজানো যায় তা নিয়ে আলোচনা হবে। তার আগে পর্যন্ত সমস্ত রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ বন্ধ করা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও পুরসভা।

আরও পড়ুন: নয়া স্ট্রাইক ভারতের! পাকিস্তান থেকে সমস্ত আমদানির ওপর নিষেধাজ্ঞা

Latest article