ট্রেন্ট ব্রিজ, ২১ জুলাই : প্রথম ইনিংসে চারশোর বেশি রান তুলেও শেষরক্ষা হল না! প্রথম টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ২৪১ রানের বড় ব্যবধানে ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল ইংল্যান্ড। জেতার জন্য ৩৮৫ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৩ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির একাই ৫ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও ক্রিস ওকস। ক্যারিবিয়ানদের হয়ে
কিছুটা লড়াই করেন অধিনায়ক ক্রেগ (৪৭) ও জেসন হোল্ডার (৩৭)।
আরও পড়ুন-বিত্তবান নয় বিবেকবান হোন, তৃণমূল কর্মী নয় সামাজিক বন্ধু চাই
গতকালের ৩ উইকেটে ২৪৮ রান হাতে নিয়ে রবিবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটার হ্যারি ব্রুক ও জো রুটের ব্যাট থেকে এদিন সেঞ্চুরি এসেছে। ব্রুক ১৩২ বলে ১৩টি চার মেরে ১০৯ রানে আউট হন। যা টেস্টে তাঁর পঞ্চম সেঞ্চুরি। অন্যদিকে, ১৭৮ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১২২ করে প্যাভিলিয়নে ফেরেন রুট। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের এটি ৩২তম টেস্ট সেঞ্চুরি। চতুর্থ উইকেটে ব্রুক-রুট জুটি যোগ করেন ১৮৯ রান। এদিন শিবনারায়ণ চন্দ্রপলকে টপকে টেস্ট ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার আট নম্বরে উঠে এলেন রুট। ১৪২ টেস্টে তাঁর মোট রান এখন ১১,৯৪০।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জেডন সিলস ৪ উইকেট দখল করেন। ২টি উইকেট পান আলজারি জোসেফ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪২৫ রানে। ফলে ৩৮৪ রানের লিড পেয়েছিলেন স্টোকসরা