লন্ডন, ২৮ মার্চ: অ্যাসেজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টেস্ট সিরিজ হার। অধিনায়ক জো রুটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়করা জানিয়ে দিলেন, নেতা রুটের (Joe Root) আর কিছু দেওয়ার নেই। অধিনায়ক হিসেবে তাঁর সময় শেষ। এবার সামনে তাকানোর সময়।
প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথার্টন বলেছেন, “একটা পরিবর্তন সব অসুখ সারিয়ে দেবে না। খুব খারাপ একটা টেস্ট দল এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে অবহেলা করার মূল্য চোকাচ্ছে ইংল্যান্ড। কিন্তু সহজভাবে দেখতে হলে, যখন অধিনায়কের নতুন কিছু বলার থাকে না, নতুন কিছু করার থাকে না, খেলোয়াড়দের তাতানোর নতুন কোনও উপায় বা পদ্ধতি থাকে না, তখন আলাদা আওয়াজ বা নতুন পদ্ধতির দরকার হয়। অ্যাসেজেই রুট (Joe Root) ওর শেষটুকু দিয়ে ফেলেছে। ওর নতুন কিছু আর দেওয়ার নেই।”
আর এক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন বলেছেন, “সময় হয়েছে পরিবর্তনের। বিশ্বের সেরা কাজগুলোর মধ্যে পড়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব। কিন্তু যোগ্য বিকল্প নেই বলে সাফল্য ছাড়াই কেউ দিনের পর দিন একই কাজ করে গেল, সেটা হতে পারে না। আমরা কথা বলছি ইংল্যান্ডের নেতৃত্ব নিয়ে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।” ইংল্যান্ডের অন্যতম সফল আরও এক প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, “রুটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে ইংল্যান্ড কিছুই হারাবে না।”