প্রতিবেদন : রাজাবাজারে (Rajabajar) রহস্যমৃত্যু। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মিলল এক ব্যক্তির পচাগলা দেহ। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, খুন করে ম্যানহোলের মধ্যে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশবচন্দ্র সেন স্ট্রিটে তিনটি ম্যানহোলে সাফাইয়ের কাজ চলাকালীন পুরকর্মীদের নজরে আসে ওই দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় কার্যত পচা-গলা ওই দেহ উদ্ধার করে। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াডও।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে খাইরুল শেখের বাড়ি গেলেন মন্ত্রী উদয়ন




