সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান শহরে রবিবারের শোভাযাত্রা ঘিরে কড়া নজরদারির ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।শনিবার নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নামেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে রাজবাটি পর্যন্ত এবং শহরের লক্ষ্মীপুর মাঠ ও মেহেদিবাগান-সহ বিভিন্ন এলাকায় পুলিশ সুপারের নেতৃত্বে রুট মার্চ (route march) করা হয়।
আরও পড়ুন-৭০ বছরের ঘুঁটিয়া বাসন্তী পুজো ঘিরে শুরু সামাজিক-সাংস্কৃতিক মিলনমেলা
বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য পুলিশকর্তারাও।বাইরে থেকে ফোর্স এসেছে। এছাড়াও সিসি টিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাসাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ। বেশ কিছু বহুতল ভবনের ছাদে পুলিশের ব্যবস্থা থাকবে।নিয়ম মেনেই শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকছে।