সংবাদদাতা, হাওড়া : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাগনানে সোমবার থেকে শুরু হল পুলিশের রুট মার্চ। এদিন সাব ইন্সপেক্টর বিধান হালদারের নেতৃত্বে রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি সশস্ত্র বাহিনী বাগনানের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে।
আরও পড়ুন-পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে বিশেষ সাফল্য দক্ষিণ ২৪ পরগনার, ১০১৪ কিমি রাস্তা তৈরি করল রাজ্য
মানকুর মোড় থেকে শুরু হয়ে, হিজলক, পাতিনান, সাবসিট প্রভৃতি স্পর্শকাতর এলাকা প্রদক্ষিণ করে সশস্ত্র পুলিশ-বাহিনী। তাঁরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। কারও কোনও অসুবিধা অথবা অভিযোগ আছে কিনা তা জানতে চান। নিজের ভোট নিজে দিতে পারেন কিনা বা ভোটদানে কোনওরকম বাধা পান কিনা এইসব বিষয়ে তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চান এবং কোনওরকম অভিযোগ থাকলে এলাকার মানুষকে পুলিশের কাছে নির্ভয়ে তা জানাতে বলেন।