ভোটের আগে কাঁচরাপাড়ায় রুট মার্চ

পুলিশ কর্মীরা কথা বললেন বাড়ি বাড়ি গিয়ে। সাধারণ ভোটারদের কোনওরকম অসুবিধা কিংবা ভয় দেখানো হচ্ছে কি না সেই বিষয়ে জানতে চান তাঁরা।

Must read

সংবাদদাতা, বারাকপুর : সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বারাকপুর কমিশনারেট জুড়ে চলছে রুটমার্চ। মঙ্গলবার কাঁচরাপাড়ার ভোটকেন্দ্রগুলি ঘুরে দেখল এবং এলাকার রুট মার্চ করল বারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানার পুলিশ প্রশাসন। পুলিশ কর্মীরা কথা বললেন বাড়ি বাড়ি গিয়ে। সাধারণ ভোটারদের কোনওরকম অসুবিধা কিংবা ভয় দেখানো হচ্ছে কি না সেই বিষয়ে জানতে চান তাঁরা।

আরও পড়ুন-সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুরসভার নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন। এদিন বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, এমাসের প্রথম থেকেই পুশিশের রুট মার্চ চলছে।

বিশেষ করে উত্তেজনাপ্রবণ এলাকাগুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। কোনও সমস্যা হলেই তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে শান্তিপূর্ণ ভোট হয় তার জন্য পুলিশ আধিকারিকরা কাজ করে চলেছেন।

Latest article