কেকেআর শিবিরে রয়, আজ আসছেন লিটন

শনিবারই আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন জেসন রয়। রবিবার গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর।

Must read

আমেদাবাদ, ৮ এপ্রিল : শনিবারই আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন জেসন রয়। রবিবার গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর। তার আগে রয়ের যোগদানে নিঃসন্দেহে নাইটদের শক্তি বাড়ল। রবিবারই চলে আসছেন কেকেআরের আরেক বিদেশি লিটন দাস। তবে আমেদাবাদ নয়, লিটন আসছেন কলকাতায়। আগামী শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে লিটনের।

আরও পড়ুন-তিতাস নদীর কবি

এদিকে, রয়ের গুজরাট ম্যাচে খেলা পুরোপুরি নিশ্চিত নয়। প্রসঙ্গত, শাকিব আল হাসানের বিকল্প হিসেবে ডানহাতি ইংরেজ ওপেনারকে দলে নিয়েছে কেকেআর। তিনি গুজরাট ম্যাচে দলে ঢুকলে বাদ পড়তে পারেন মনদীপ সিং। পাশাপাশি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেও রয়কে ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেরিতে দলে যোগ দিলেও রয় কিন্তু খেলার মধ্যেই রয়েছেন। পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ইংরেজ ব্যাটার। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসেই ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

আরও পড়ুন-রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এক ট্র্যাজিক মহানায়কের ইতিহাস

রয় নিজেও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘‘কেকেআরের জার্সি গায়ে আইপিএলে খেলার জন্য আমি শারীরিক এবং মানসিকভাবে তৈরি।’’ শেষ পর্যন্ত রবিবার রয়কে কেকেআরের জার্সিতে মোতেরার ২২ গজে দেখা যায় কি না, সেটাই দেখার।

Latest article