সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হোর্ডিং খুলে ফেলায় এফআইআর দায়ের হল আরপিএফের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া জেলা পুলিশের পথনিরাপত্তা কর্মসূচির বিশাল হোর্ডিং শুক্রবার খুলে দেয় আরপিএফ। এই ঘটনায় দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়্গপুরের সাউথ সাইড এলাকায়। আরপিএফের সঙ্গে বচসা বাধে তৃণমূল নেতাদের।
আরও পড়ুন-বিহারের ভোটার তালিকা সংশোধন: প্রশ্ন তুললেন প্রাক্তন নির্বাচন কমিশনারও
অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চরম অপমান করা হয়েছে। রাজ্যের মাটিতে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায় না। পরে আরপিএফের তুঘলকি মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে হাজির হন খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুরের নেতৃত্বে জেলা পুলিশের আধিকারিকরা। চাপের মুখে ক্ষমা চায় আরপিএফ। তাদের শীর্ষ আধিকারিকরা বলেন, আমরা ভেবেছিলাম কোনও রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরকারি ব্যানার বলে বুঝতে পারিনি। পরে ওই হোর্ডিং আবার যথাস্থানে লাগিয়ে দেয় পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আরপিএফের খড়্গপুর টাউন পোস্টের ওসি আর পি সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। বলেন, এতবড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে! আমরা ধরে ফেলেছি। আপনাদেরকেও ধরতে হবে।…মনে রাখবেন, সেন্ট্রাল ফোর্স বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়। মঙ্গলবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ছবি সম্বলিত পথ নিরাপত্তা কর্মসূচির হোর্ডিং খুলে ফেলে দেয় আরপিএফ। ডিএসপি পদমর্যাদার আধিকারিক ঘটনায় ভুল স্বীকার করেন। তবে, এই ঘটনায় ওই দিনই এফআইআর দায়ের করা হয়েছে।