গুয়াহাটি : ব্যাটে দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালেন নীতীশ রানা। বল হাতে ৪ উইকেট শিকার করলেন ওয়ানিন্দু হাসরঙ্গা। নিটফল, টানা দুটো হারের পর চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। রবিবার টানটান উত্তেজনার মধ্যে চেন্নাই সুপার কিংসকে মাত্র ৬ রানে হারালেন রিয়ান পরাগরা।
এদিকে, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর, পরপর দুটো ম্যাচ হারল চেন্নাই। বর্ষাপাড়া স্টেডিয়ামের ২২ গজে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে জেতা বেশ কঠিন। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজারা। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল চেন্নাই। শূন্য রানে রাচিন রবীন্দ্র আউট হন। তিনি জোফ্রা আর্চারের শিকার। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন রাহুল ত্রিপাঠী (২৩), শিবম দুবে (১৮), বিজয় শঙ্কর (৯)। তবে এক কুম্ভের মতো লড়াই করলেন ঋতুরাজ। তিনি ৪৪ বলে ৬৩ করে আউট হতেই ম্যাচ রাজস্থানের দিকে ঢলে পরে। এরপর জাদেজা আর এম এস ধোনি শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। জাদেজা ২২ বলে ৩২ করে নট আউট থাকেন। ধোনি আউট হন ১১ বলে ১৬ করে।
এর আগে প্রথমে ব্যাট করে রাজস্থান যে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য নীতীশ রানার। প্রাক্তন কেকেআর তারকা এদিন মাত্র ৩৬ বলে ১০টি চার ও ৫টি ছয় মেরে ঝোড়ো ৮১ রান করে দেন। অথচ রাজস্থানের শুরুটা মোটেই ভাল হয়নি। যশস্বী জয়সওয়াল (৪) এই ম্যাচেও ব্যর্থ। রান পেলেন না সঞ্জু স্যামসনও (১৬ বলে ২০)। ওই পরিস্থিতিতে দলের হাল ধরেন নীতীশ। তাঁকে সঙ্গ দেন রিয়ান। ২৮ বলে ৩৭ করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে ১৬ বলে ১৯ রান করেন শিমরন হেটমেয়ার। চেন্নাইয়ের বোলারদের মধ্যে খলিল আহমেদ, নুর আহমেদ ও মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন-ফের ওড়িশা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, মৃত্যু হল বাংলার যুবকের