জয়ে ফিরতে বিরাটদের সামনে এখন চাহাল-কাঁটা

Must read

জয়পুর, ১২ মে : একজন ভারতীয় ক্রিকেটের অবিসংবাদী নায়ক। অন্যজনকে বিশেষজ্ঞরা চিহ্নিত করছেন ভবিষ্যতের তারকা হিসেবে। বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। রবিবার জয়পুরের ২২ গজে শেষ হাসি হাসবেন কে? রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RR vs RCB) ম্যাচটা দুটো দলের কাছেই প্লে-অফে ওঠার রাস্তাটা মসৃণ করার লড়াইও বটে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চারে রয়েছে রাজস্থান। সেখানে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে আরসিবি। যে দল জিতবে, তাদের সামনে শেষ চারে থাকার আশা উজ্জ্বল হবে। আর হারলে চাপ বাড়বে। আরসিবি (RR vs RCB) যেখানে পরপর দুটো ম্যাচ হেরে প্রবল চাপে। সেখানে ইডেনে কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের সুবাদে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে রাজস্থান শিবিরে। তবে এই ম্যাচের আগে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু যশস্বী। চলতি আইপিএলে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি-সহ ১২ ম্যাচে ৫৭৫ রান করেছেন রাজস্থানের বাঁ হাতি ওপেনার। ১১ ম্যাচে ৫৭৬ রান করে এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন ফাফ ডুপ্লেসি। তবে আরসিবি অধিনায়কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যশস্বী। শুধু তাই নয়, কেকেআরের বিরুদ্ধে তিনি মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছেন, তা দেখে মুগ্ধ স্বয়ং বিরাটও। ম্যাচের পরেই যশস্বীর উচ্ছ্বসিত প্রশংসা করে ট্যুইট করেছিলেন কিং কোহলি। তবে যশস্বী একা নন, আরসিবিকে চিন্তায় রাখছেন প্রাক্তন ঘরের ছেলে যুজবেন্দ্র চাহালও। এবারের আইপিএলে চাহালের ঝুলিতে ইতিমধ্যেই নেই নেই করে ২১টি উইকেট। কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন অভিজ্ঞ লেগস্পিনার। অন্যদিকে, আরসিবির ব্যাটিং পুরোপুরি নির্ভর করছে তিন টপ অর্ডার ব্যাটার—বিরাট, ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের উপর।

আরও পড়ুন- সানরাইজার্সকে হারিয়ে তিনে সুপার জায়ান্টস

Latest article