প্রতিবেদন: দুর্নীতি আর উন্নয়নের অর্থ নয়ছয় এখন ‘রুটিনও’ হয়ে গিয়েছে গেরুয়া রাজ্যগুলিতে। এবার ১০০ কোটির সড়ক (Bihar Road) প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ।
বিহারের রাজধানী পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে জেহানাবাদ, পাটনা-গয়া প্রধান সড়কে (Bihar Road) একটি ১০০ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ প্রকল্প আর্থিক অনিয়মের জেরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই এলাকায় ৭.৪৮ কিলোমিটার দীর্ঘ সড়ক পথচারীদের জন্য গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। তার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১০০ কোটি টাকা ব্যয়ে এই সড়কের প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল সড়কটি আধুনিক ও প্রশস্ত করা, যাতে যান চলাচল মসৃণ হয় এবং দুর্ঘটনা কম করা যায়। অথচ বর্তমানে দেখা যাচ্ছে যে, ৭.৪৮ কিলোমিটার দীর্ঘ সড়কের মাঝখানে অসংখ্য গাছ দাঁড়িয়ে রয়েছে। এই গাছগুলি সরলরেখায় রোপিত না হওয়ায় চালকদের অত্যন্ত বিপজ্জনকভাবে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ১০০ কোটি টাকার প্রকল্পটি শুরু করার আগে জেলা প্রশাসন বন বিভাগের কাছে গাছ অপসারণের অনুমতি চেয়েছিল। কিন্তু বনবিভাগ তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে এবং এর পরিবর্তে ১৪ হেক্টর বনভূমির জন্য ক্ষতিপূরণ দাবি করে। জেলা প্রশাসন এই ক্ষতিপূরণের দাবি পূরণ করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ, একটি অদ্ভুত এবং অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হয়। তা হল, গাছগুলির চারপাশেই রাস্তা নির্মাণ করা হয়েছে। এই সিদ্ধান্ত বর্তমান ভয়াবহ পরিস্থিতির মূল কারণ। রাস্তার মাঝখানে গাছ থাকার কারণে ইতিমধ্যেই বহু দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষ জানাচ্ছেন। নতুন রাস্তা তৈরির পরও চালকদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তা সত্ত্বেও, জেলা প্রশাসন গাছগুলি অপসারণের জন্য এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। ১০০ কোটির ত্রুটিপূর্ণ প্রকল্প চালুর পর ভবিষ্যতে যদি কোনও বড় দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হয়, তবে তার দায়ভার কার উপর বর্তাবে, তা নিয়ে নীরব প্রশাসন। বিহারের জেহানাবাদের এই সড়ক প্রকল্প এখন প্রশাসনিক ব্যর্থতার একটি স্পষ্ট নজির তৈরি করেছে। প্রকল্পের ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য জনসাধারণের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। বিপুল অর্থ কীভাবে খরচ হল এবং অপরিকল্পিতভাবে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে নতুন রাস্তা কেনই বা তৈরি হল তার সদুত্তর দিতে পারছে না প্রশাসন। সব মিলিয়ে, সমস্যা মেটার পরিবর্তে প্রকল্পের অর্থ পুরোপুরি জলে গিয়েছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-সেপ্টেম্বরের মধ্যে অডিট শেষ করাই লক্ষ্য, রাজ্যে সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা শুরু