প্রতিবেদন : রাজ্যের সমস্ত আশা ও অঙ্গনওয়াড়ি (Anganwadi) কর্মীদের কাজের সুবিধার জন্য তাঁদের স্মার্ট ফোন দেওয়া হবে। আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের রাজ্য বাজেটে সেই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল। বাজেট ভাষণে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আশা বা অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাকটিভিস্ট ও অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা তৃণমূল স্তরে জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন অ-সংক্রামক ব্যাধি যেমন— ডেঙ্গি, রক্তচাপ, ডায়াবেটিস, যক্ষ্মা, ক্যানসার ইত্যাদি রোগের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁদের অবদানকে সম্মান জানাতে এবং তাঁদের কাজের সুবিধার জন্য সরকার ৭০ হাজার আশাকর্মী ও ১ লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্ট ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তাঁরা আরও দক্ষতা ও কার্যকরভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এই কাজের জন্য এবার বাজেটে ২০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন- পথশ্রী প্রকল্পে গ্রামীণ উন্নয়নে জোর, বরাদ্দ হল ১৫০০ কোটি