মা ক্যান্টিনের ধাঁচেই দিল্লিতে অটল ক্যান্টিন

Must read

প্রতিবেদন : বিজেপির দেউলিয়াপনার নবতম নজির নয়াদিল্লির অটল ক্যান্টিন (Atal Canteen)। এই রাজ্যের মা ক্যান্টিনের ধাঁচেই করা হয়েছে এই প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি-শাসিত রাজ্যগুলি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী-সহ সব প্রকল্প নকল করার পর এবার মা ক্যান্টিনের আদলে অটল ক্যান্টিন (Atal Canteen) চালু করল দিল্লির ডবল ইঞ্জিন সরকার। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবসে এই ক্যান্টিন চালু করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে এই অটল ক্যান্টিন রাজধানীর ৪৫টি জায়গায় চালু হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে অশান্তি পাকানোর চক্রান্ত প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

Latest article