এবার মতুয়াদের (Matua_CAA) নিয়ে ব্যবসা করেছে বিজেপি। বনগাঁ, ঠাকুরনগর, পালপাড়া-সহ একাধিক জায়গায় সিএএ ক্যাম্প চলছে। সেখানে অভিযোগ উঠেছে, ফর্ম পূরণের জন্য ২০ টাকা, জমা দেওয়ার জন্য ৮০০ টাকা করে নিচ্ছে বিজেপি। এই নাগরিকত্বের ক্যাম্পগুলির মাথায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রয়েছেন বিজেপি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, কোথাও আবার রয়েছে বিজেপি বিধায়ক অসীম সরকার। বলা হচ্ছে সাধারণ মানুষ যারা ক্যাম্পে টাকা দেয় তাঁরা সহজেই নাগরিকত্ব পাবেন। আর যারা টাকা দেবেন না তাঁরা নাগরিকত্ব পাবেন না। মতুয়াদের (Matua_CAA) নিয়ে রাজনীতি বিজেপি বরাবর করেছে। কিন্তু এবার তো মতুয়াদের নিয়ে বিজেপি ব্যবসা করছে। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
গত দুই মাস ধরে, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের অফিস কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূলত মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে – দলিত হিন্দুদের একটি বিশাল গোষ্ঠী যারা কয়েক দশক আগে বাংলাদেশ থেকে চলে এসেছিল এবং দীর্ঘদিন ধরে নাগরিকত্ব এবং পরিচয় সংক্রান্ত সমস্যায় ভুগছিল – বিজেপি সম্ভাব্য সিএএ সুবিধাভোগীদের একত্রিত করার প্রচেষ্টা জোরদার করছে। এ মাসের শুরুতে, দলটি রাজ্য জুড়ে ৭০০ টিরও বেশি সিএএ সহায়তা শিবির স্থাপনের পরিকল্পনা করেছে। এর মধ্যে অনেকগুলি ঠাকুরনগর, গাইঘাটা, হাবড়া এবং পালপাড়ায় রয়েছে। এই অঞ্চলগুলিতে মতুয়া সম্প্রদায়ের ভোটের প্রভাব রয়েছে ব্যাপক।
আরও পড়ুন- গদ্দারের বক্তব্য অভিযোগযোগ্য অপরাধ! নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ৩ দফা দাবি তৃণমূলের
এর প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা জানিয়েছেন,”বিজেপির জমিদারেরা বলছেন তোমরা যদি ক্যাম্পে টাকা দাও তবে তোমরা খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবে। তাঁদের বিপদের দিনে তাঁদের ভুল বোঝানো হচ্ছে। বাংলা বিরোধী জমিদারেরা বাংলাকে শোষণ করে ক্ষান্ত থাকছে না, মতুয়াদের রীতিমতো ব্যবহার করা হচ্ছে নিজেদের পকেট ভরাতে। সিএএ আইন নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। মতুয়া ভাই-বোন-দাদাদের বলব দয়া করে বিজেপির এই প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করছি আমরা তার তীব্র নিন্দা করছি। ধিক্কার জানাচ্ছি। “

