প্রতিবেদন: বাংলাদেশে এখন গণতন্ত্রের নামে জঙ্গিশাসন চলছে। দেশকে অস্থিতিশীল করে জঙ্গিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাদখল করেছেন জঙ্গিনেতা ইউনুস। শুক্রবার ফের ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই অভিযোগ করেছেন আওয়ামি লিগ নেত্রী তথা দেশত্যাগে বাধ্য হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনুস এবং তাঁর জঙ্গি উপদেষ্টাবাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
আরও পড়ুন-২০২৪-২৫ সালে দেশে ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে ১.১৮ লক্ষ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, শেয়ারবাজার থেকে ৯০,০০০ কোটি টাকা উধাও হয়ে গেল কোথায়? এর দায় তো ইউনুসের! ৯০,০০০ কোটি টাকা উবে গেল, সেই টাকা কে নিল? হাসিনার মন্তব্য, এভাবেই ধ্বংস হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাজেটের টাকা নেই। অবাধে লুঠপাট চালাচ্ছে জঙ্গি-সন্ত্রাসের গ্রুপ। লুঠতরাজ করছে বিএনপি। আইন নেই, আদালত নেই, বিচার নেই, জীবনের নিশ্চয়তা নেই, সর্বত্র একটা দমবন্ধ করা পরিস্থিতি। ধ্বংসের শেষ সীমায় এসে পৌঁছেছে দেশ। হাসিনার কথায়, আমার সময় তো মেয়েরাও আন্দোলন করেছিলেন। আজ তাঁদের কী অবস্থা? নিরাপত্তা আছে তো? বাইরে তো বের হতেই পারছেন না তাঁরা! দেশ এমনই স্বাধীন হয়েছে যে সব ঘরে-ঘরে লুঠপাট চলছে। আন্দোলনের সময় নিহত পুলিশ-আনসারদের লাশ কোথায় গেল? হত্যা তো করেছে আন্দোলনকারীরাই।
আরও পড়ুন-ম্যাড়মেড়ে লর্ডসে বুমরাই ব্যতিক্রম
হাসিনার কথায় এদিন আগাগোড়াই ঝরে পড়ছিল ইউনুসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। তাঁর প্রশ্ন, আমি কেন মারতে যাব? বরং প্রত্যেক আহতের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলাম আমিই। নিহতদের পরিবারের কাছে ছুটে গিয়েছি। যথাসম্ভব আর্থিক সাহায্যও করেছি। অথচ আমার বিরুদ্ধেই দেওয়া হল ৪৩৯টি মামলা। তারমধ্যে বেশিরভাগই খুনের। অথচ যাঁদের মৃত বলা হয়েছে তাঁদের মধ্যে ফিরেও এসেছেন ৪০-৫০ জন। আগে আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হত, এখন বলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন।
ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে হাসিনা বলেন, ওরা বন্দর বেচে দিচ্ছে, দেশ বেচে দিচ্ছে। মায়ানমার সীমান্ত লাগোয়া অঞ্চল দখল করে নিচ্ছে আরাকান সেনা। ইউনুসের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন হাসিনা। আমেরিকায় গিয়ে প্রথম বিয়ের সময় খ্রিস্টান ধর্মগ্রহণের পর আবার তিনি কবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তা নিয়ে স্বচ্ছতার অভাব আছে বলে অভিযোগ হাসিনার। এমনকী বাংলাদেশের দ্বৈত-নাগরিত্বের সুযোগ নিয়ে অন্য দেশের নাগরিক হওয়া ইউনুস আদতে ফ্রান্স না আমেরিকা, কোন দেশের নাগরিক তা জানান না বলে কটাক্ষ ছুঁড়ে দেন মুজিবকন্যা।