ভাষাসন্ত্রাস : প্রতিবাদে রূপঙ্করও

Must read

প্রতিবেদন : ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুললেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। অতীতের কথা মনে করিয়ে দিয়ে রূপঙ্কর সোশ্যাল মিডিয়ায় লেখেন, সময়ের থেকে এগিয়েছিলাম হয়তো। তাই অনেক কটাক্ষ, উপেক্ষা সহ্য করেছি। আজ বলছি, বাংলা গানের একজন শিল্পী হয়ে বাংলা ভাষার এই অপমান মেনে নিইনি, নেবও না। সে আপনারা আমাকে যাই ভাবুন। এরপর তিনি (Rupankar Bagchi) গানের চারটি লাইন লিখে নিজের প্রতিবাদ রেখেছেন ছাপার অক্ষরে। লিখলেন– কত অভিমান জমে ছিল মাগো/ বুকের ক্ষতে প্রলেপের মতো/ মাতৃভাষায় প্রথম ডাকা ‘মা’/জন্মভূমির দিব্যি তোমায় ছাড়ব না।

আরও পড়ুন-সময় বাড়িয়ে দিল এসএসসি

Latest article