সংবাদদাতা, সিউড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের অন্যতম প্রকল্প রূপশ্রী। এই প্রকল্পের আওতায় প্রত্যেক বছর হাজার হাজার উপভোক্তা সুবিধা পাচ্ছেন। চলতি বছর বীরভূমের প্রায় ৮ হাজার মহিলা রূপশ্রী প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেয়েছেন রাজ্য সরকারের থেকে। জেলাশাসক বিধান রায় জানান, চলতি আর্থিক বছরে বীরভূমের বিভিন্ন পঞ্চায়েত, ব্লক এবং দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ৮ হাজার ৭১৯টি রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন জমা পড়ে। প্রশাসনের তরফে সমস্ত আবেদন খতিয়ে দেখে ৮ হাজার ১১৩টি আবেদনকে অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন-৩৭তম বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শোয়ে র্যাম্পে হাঁটবেন মন্ত্রী
ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় ৮ হাজার ৪০ জনকে ২৫ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ৭৩ জন উপভোক্তার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পাঠিয়ে দেওয়া হবে। বিভিন্ন কারণে ২৭৬টি আবেদনপত্র বাতিল করা হয়। জেলা সভাধিপতি ফাইজুল হক জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী উদ্যোগে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে কন্যাদায়গ্রস্ত পিতারা অনেক নিশ্চিন্ত হয়েছেন। এমন বহু কন্যার বাবা রয়েছেন যাঁরা এই আর্থিক সাহায্য পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছেন। তবে প্রশাসনের তরফ থেকে কিছু আবেদনপত্র বাতিল হয়েছে তাতে বেশ কিছু গলদ ধরা পড়ায়। প্রশাসন ঠিক কাজই করেছে।