গ্রামীণ হাটবাজার, শ্মশান, শৌচাগার ঢেলে সাজছে

গ্রামীণ শ্মশানগুলির পাড় বাঁধানো, শেড দেওয়া বসার জায়গা, শৌচাগার ও সৌন্দর্যায়ন করা হবে। জল সমস্যা দূর করতে ছোট খাল, পুকুর সংস্কার হবে।

Must read

সংবাদদাতা, বারাসত : গ্রামীণ হাটবাজার, শ্মশানগুলির সংস্কার, আধুনিকীকরণ, সৌন্দর্যায়নের মাধ্যমে নতুন চেহারায় সাজাচ্ছে রাজ্য। পাশাপাশি বর্ষায় জলসমস্যা দূর করতে ছোট খাল, পুকুর, নদীবাধ সংস্কারে জোর দেওয়া হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি উদ্যোগে পঞ্চায়েত এলাকার হাটবাজারগুলিকে পাকা করা ও মাথায় শেড দেওয়া হবে। হবে শৌচাগার। ইতিমধ্যেই জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পরীক্ষামূলকভাবে ১০টি আধুনিক হাটবাজার তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-১০০ দিনের কাজ, আবাস যোজনা, সরকারি প্রকল্পে নজর, দুর্নীতি রুখতে কড়া জেলাশাসক

সিদ্ধান্ত হয়েছে চলতি আর্থিক বছরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কম করে দুটি এমন হাটবাজার তৈরি হবে। উত্তর ২৪ পরগনার প্রকল্প আধিকারিক শারদ্বতী চৌধুরি বলেন, এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ করে গ্রামীণ হাটবাজার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্লকে দুটি করে শ্মশান আধুনিকীকরণ হবে। গ্রামীণ শ্মশানগুলির পাড় বাঁধানো, শেড দেওয়া বসার জায়গা, শৌচাগার ও সৌন্দর্যায়ন করা হবে। জল সমস্যা দূর করতে ছোট খাল, পুকুর সংস্কার হবে। ১০০ দিনের কাজে নদীবাঁধ বাঁধানো চলছে। খালের ধারে গাছ লাগিয়ে ভূমিক্ষয় রোধ ও সৌন্দর্যায়নও হচ্ছে।

Latest article