আগামী ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হবে সলমন রুশদির নতুন উপন্যাস ভিকট্রি সিটি। কিন্তু বই প্রকাশ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন না লেখক। রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এই খবর জানিয়েছেন। লেখকের উপরে ফের হামলা হতে পারে, সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে ওয়াইলি জানিয়েছেন।
আরও পড়ুন-বিধান পরিষদ ভোটে নাগপুরে ধরাশায়ী বিজেপি
২০২২ সালের অগাস্টে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মঞ্চের উপরেই ছুরি নিয়ে রুশদির উপরে ঝাঁপিয়ে পড়েছিল হাদি মাটার নামে এক যুবক। রুশদির মুখে, গলায়, বুকে ও পেটে উপর্যুপরি ছুরি মারে সে। গুরুতর জখম অবস্থায় ৭৫ বছর বয়সি লেখককে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কা করা হচ্ছিল, হয়তো বাঁচানোই যাবে না। তবে আপাতত সুস্থই আছেন প্রবীণ লেখক। যদিও একটি চোখ খুইয়েছেন তিনি।