আন্তর্জাতিক

ক্রেমলিন প্রাসাদ তাক করে ড্রোন! পুতিনকে হত্যার চেষ্টা, তোপ রাশিয়ার

প্রতিবেদন : ক্রেমলিনের প্রাসাদ চুড়োয় ড্রোন হামলা। লক্ষ্য ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)! খবর ঘিরে তোলপাড় বিশ্ব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই কিয়েভের দিকে তোপ দেগেছে মস্কো। যদিও তা অস্বীকার করেছে ইউক্রেন। বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন লক্ষ্য করে উড়ে আসে তিনটি মনুষ্যবিহীন ড্রোন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পুতিন। রাশিয়ার তরফে জানানো হয়েছে, পুতিনকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাঁকে খুন করাই ছিল কিয়েভের লক্ষ্য। তবে এজন্য তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। তারা যেন তৈরি থাকে। একইসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেছে ক্রেমলিন। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় হামলার জন্য তৈরি ছিল না রাশিয়া। সে কারণেই সীমান্ত অতিক্রম করে ড্রোনগুলি রাশিয়ায় ঢুকে পড়েছিল।

এদিনের হামলার পরেই যথারীতি ইউক্রেনের উপর প্রবলবিক্রমে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা দফতর হুমকি দিয়েছে, ড্রোন হামলার ফল ভোগার জন্য তৈরি থাকুক ইউক্রেন। এর কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার পাল্টা হামলায় খেরসনে একজন নিহত হয়েছেন। ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া
এবার সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) হত্যার চেষ্টা হল। রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা চালায় দু’টি ড্রোন। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেই ওই ড্রোন ওড়ানো হয়েছিল বলে দাবি রাশিয়ার। যদিও এই হামলার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারী ড্রোন দুটি গুলি করে নামিয়েছে সেনা। তৃতীয় ড্রোনটি ক্রাসনোদানে রাশিয়ার এক তেলের ডিপোয় আঘাত করে।

আরও পড়ুন- সমালোচনার চাপে ব্রিটিশ আইন বদলের কথা সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র

রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, পুতিন সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের বাসভবন লক্ষ্য করে দুটি মনুষ্যবিহীন ড্রোন উড়ে আসছিল। ড্রোন দুটি ইউক্রেনের। কিন্তু সেনাবাহিনী অত্যাধুনিক রেডার ব্যবস্থা ব্যবহার করে দ্রুত ড্রোন দু’টিকে গুলি করে নামিয়েছে। রাশিয়া সাফ জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাবই পাবে কিয়েভ। রুশ সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় প্রেসিডেন্ট পুতিন বা অন্য কেউ আহত হননি। সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট পুতিন তাঁর নির্ধারিত কর্মসূচিও বদল করেননি। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে সাময়িকভাবে মস্কোর আকাশে কোনও বিমান বা ড্রোনের ওড়া নিষিদ্ধ করা হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago