প্রতিবেদন : ইউক্রেনের বুচা শহরে গণহত্যার ঘটনা প্রকাশ্যে আসতে রাশিয়ার নিন্দায় সরব হয়েছে গোটা দুনিয়া। এমনকী বন্ধু দেশগুলিও মস্কোর সমালোচনা করতে বাধ্য হয়েছে। এরই মধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন, মারিউপোল শহরেও এভাবেই হাজার হাজার মানুষকে মেরেছে পুতিন বাহিনী। দেহগুলি তারা সেখানেই লুকিয়ে রেখেছে। জেলেনস্কি এদিন বলেন, মারিউপোল-সহ বিভিন্ন শহরে ত্রাণ পৌঁছতে বাধা দিচ্ছে রুশ বাহিনী। এর কারণ হল, তারা হাজার হাজার মানুষকে মেরে সেখানে লুকিয়ে রেখেছে। রুশ সেনা ভয় পেয়েছে। কারণ ওরা বুঝতে পারছে আমরা মারিউপোলে ঢুকলে গোটা বিশ্বই শহরের পরিস্থিতি জানতে পারবে। গোটা শহরকেই ওরা নরককুণ্ডে পরিণত করেছে। বুচা শহরে ওরা গণহত্যার প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল তবে শেষ পর্যন্ত সেটা পারেনি।
একইসঙ্গে জেলেনস্কি এদিন বলেন, একমাত্র শান্তি আলোচনার মাধ্যমেই যুদ্ধ বন্ধ হতে পারে। আমরা রাশিয়ার (Russia) সঙ্গে যে কোনও জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু রাশিয়া মুখে সেনা অভিযান কমানোর কথা বললেও তারা আরও হিংস্র হয়ে উঠেছে। ইউক্রেন দখল করতে না পেরে পুতিন বাহিনী এতটাই মরিয়া যে, তারা নিরীহ মানুষকে নির্বিচারে খুন করছে। ওরা হিটলারের থেকেও অনেক বেশি নৃশংস।
অন্যদিকে এদিনই ভারতের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন ডোনেৎস অঞ্চলের প্রতিনিধি আলেকসান্ড্রোভিচ বাসুরিন। তিনি বলেছেন, পশ্চিমি দুনিয়ার থেকে ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ ওরা একদিন ভারতকেও ধ্বংস করে দেবে। পশ্চিমি দেশগুলি আগে রাশিয়াকে (Russia) ধ্বংস করতে চায়। তারপর ওরা ভারতের দিকে হাত বাড়াবে। এরইমধ্যে পূর্ব ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। ইতিমধ্যেই বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দলে দলে ঘর ছেড়ে পালাতে শুরু করেছেন। অন্যদিকে ইউক্রেনকে রক্ষা করতে সব দেশকে আরও অস্ত্র পাঠিয়ে সাহায্য করার আহ্বান জানালেন ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…