কিয়েভে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

Must read

প্রতিবেদন : যুদ্ধ শুরুর সাড়ে নয় মাস পর ইউক্রেনের রাজধানী কিয়েভে (Ukraine-Kyiv- Russia) সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাত থেকেই কিয়েভ লক্ষ্য করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ সেনা। রুশ খেপণাস্ত্রের হামলায় ইউক্রেনের (Ukraine-Kyiv- Russia) একাধিক বিদ্যুৎকেন্দ্র স্তব্ধ হয়ে গিয়েছে। প্রবল ঠান্ডা আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত জনজীবন। ইউক্রেন সরকারের দাবি, বিপর্যয়ের কারণে শহরের জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় বহু আবাসন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রবল শীতের মধ্যে যা মানুষের সমস্যা আরও বাড়িয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা জানা না গেলেও বেশ কিছু সাধারণ মানুষ জখম হয়েছেন। কিয়েভ ছাড়াও খেরসন-সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে পুতিন বাহিনী। খেরসনে রুশ হামলায় দুই নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ার এই অতিসক্রিয়তার মধ্যেই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদি৷ কূটনৈতিক পথে সমস্যা মেটানোর পরামর্শ দেন৷

আরও পড়ুন-আলোচনা ছাড়া বিল পাশে ক্ষুব্ধ তৃণমূল

Latest article