রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের মাঝেই সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় বন্দি বিনিময় দুই দেশের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতিতে বুধবার ৪৭৮ বন্দি বিনিময় করল দু’দেশের সেনা।
বন্দি বিনিময় প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতা সফল। ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে রুশ সেনা ফিরিয়ে এনেছে। অন্যদিকে ইউক্রেনের তরফে বলা হয়েছে, ২৩০ জন বন্দি রাশিয়ার হাত থেকে মুক্ত হয়েছেন।
আরও পড়ুন-রাম মন্দির ওড়ানোর হুমকি-ফোন, গ্রেফতার ২
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রায় ২ বছরের যুদ্ধে এর আগেও একাধিকবার বন্দি বিনিময় করেছে রাশীয়া-ইউক্রেন। রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine) রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে দুই দেশ।