ডনবাস অঞ্চলের কর্তৃত্ব এখন রুশ সেনার দখলেই, স্বীকার ইউক্রেনের

Must read

প্রতিবেদন : যত সময় গড়াচ্ছে পূর্ব ইউক্রেনের ডনবাস (Ukraine Donbass) অঞ্চল ততই কায়েম হচ্ছে রুশ সেনার কর্তৃত্ব। ইউক্রেনীয় সেনার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে, শহরের বেশিরভাগ অংশের দখলে চলে গিয়েছে পুতিন বাহিনীর হাতে এরই মধ্যে বুধবার ইউক্রেনে পালিত হয় শিশুদিবস। এদিনই ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসনের ফলে আড়াইশোরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। ইউনিসেফের পক্ষ থেকেও এক সতর্কবার্তায় বলা হয়েছে, এই যুদ্ধের কারণে কয়েক লক্ষ শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন: নীলকান্ত

 রুশ সেনার আগ্রাসন বাড়ার পাশাপাশি পুতিনের দেশের সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, খুব শীঘ্রই ইউক্রেনের দুই শহর খেরসন ও জাপোরঝিয়ায় গণভোটের আয়োজন করা হবে। ইতিমধ্যেই খেরসন শহরটি দখল করে নিয়েছে রুশ বাহিনী। জাপোরঝিয়ায় চলছে প্রবল যুদ্ধ। অ্যান্ড্রি তুরাচক নামে রুশ ফেডারেশন কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, খুব শীঘ্রই খেরসন অঞ্চল ছাড়াও ডনবাস (Ukraine Donbass) ও লুহানস্ক রাশিয়ার অংশ হবে। তবে এ বিষয়ে এলাকার বাসিন্দারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে মারিউপোলের মেয়র ভিদিম বয়শেঙ্কো জানিয়েছেন, রুশ সেনা ওই অঞ্চলের অন্তত ১৬ হাজার মানুষকে খুন করে গণকবর দিয়েছে। এখনও পর্যন্ত তাঁরা শহরের বিভিন্ন এলাকায় একাধিক গণকবরের সন্ধান পেয়েছেন।

Latest article