প্রতিবেদন : ২৪ ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া সাধারণ নিরীহ মানুষের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে। স্কুল, হাসপাতাল, এমনকী আবাসনগুলিও রুশ মিসাইলের হাত থেকে রক্ষা পাচ্ছে না। জেলেনস্কির ওই বক্তব্যের কয়েক ঘণ্টার পরেই সে দেশের এক শপিংমলে মিসাইল হামলা চালাল রাশিয়া। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। আহতের সংখ্যা ৫০-এর বেশি।
আরও পড়ুন-বন্যার জল খাচ্ছেন অসমের দুর্গতরা, হিমন্ত ব্যস্ত দল ভাঙাতে
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকের অ্যামস্টোর নামে একটি শপিংমলে রুশ মিসাইল আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই শপিংমলের একাংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় শপিংমলের ভিতরে থাকা ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। রাশিয়ার এই মিসাইল হামলার নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ।
আরও পড়ুন-তিস্তার গ্রেফতারিতে প্রতিহিংসা, বলছে সব মহল
তবে রাশিয়া এদিন পাল্টা দাবি করেছে, সাধারণ মানুষ কখনওই তাদের নিশানা নয়। তবে রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়ে জেলেনস্কি বলেছেন, ঘটনার সময় ওই শপিংমলে হাজারেরও বেশি মানুষ ছিলেন। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্রি লুনিন রুশ আক্রমণকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। দানিপার নদীর তীরে অবস্থিত ক্রেমেনচুক শহরটি শিল্প-কারখানায় সমৃদ্ধ। এখানে প্রায় আড়াই লক্ষ মানুষের বাস। এর আগেও রাশিয়া এই শহরের তেল শোধনাগার সহ একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।