মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে রুশ চপার, মৃত ২২

Must read

রাশিয়ায় ( Russian Helicopter) ফের মাঝ আকাশ থেকেই নিখোঁজ চপার। শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা থেকে এমআই-৮টি হেলিকপ্টার রওনা দেয়। এরপর মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে চপারটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তার পরেই কপ্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা যায় কামচাটকা উপদ্বীপের দুর্গম পার্বত্য অঞ্চলে চপারটি ভেঙে পড়েছে।

আরও পড়ুন- ত্রিপুরায় কিশোরীকে চরম যৌন হেনস্থা, গোপনাঙ্গে ফুটন্ত জল ঢালা হল

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে বাধা পান উদ্ধারকারীরা। বৃষ্টি খানিকটা কমলে ৬০-৬৫ জনের উদ্ধারকারীর একটি বিশেষ দল পৌঁছয় ঘটনাস্থলে। তবে চপারে ( Russian Helicopter) থাকা ২২ জনেরই মৃত্যু হয়েছে। কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। কামচাটকার পূর্ব দিকে চপারটির ভাঙাচোরা অংশ মিলেছে।

Latest article